Monday, August 29, 2016

Evils of Remaining Silent

"ওরা প্রথমে যখন কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর ওরা যখন ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম,
কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের ধরে নিয়ে যেতে,
আমি তখনও চুপ করে ছিলাম,
কারণ আমি ইহুদি নই।
ওরা আবারও আসল ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,
কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না।
 

-জার্মান কবি মার্টিন নিমোলার কবিতা

A LookBack at Year 2023

As the fresh breeze of 2024 begins to unfold its chapters, I find myself pausing to reflect on the whirlwind that was 2023. It was a year th...