Sunday, December 16, 2018

আমি বিস্মিত হতে চাই

আমি বিস্মিত হতে চাই
সেই শহীদদের কথা স্মরণ করে,
যারা বুকের তাজা রক্ত বিলিয়েছে
স্বাধীনতার মুখ দেখতে।
আমি বিস্মিত হতে চাই
২৫শে মার্চের কালরাতে
বাঙালী মা-বোনদের কথা স্মরণ করে,
যারা জীর্ণ কুটিরে শীর্ণ দেহে
শীর্ণতর কম্পিত মনে প্রহর গুনেছে।
আমি বিস্মিত হতে চাই
সেই বিজয়োল্লাসের কথা স্মরণ করে,
১৬ই ডিসেম্বরে যখন মুক্তিযোদ্ধারা
পরস্পর আলিঙ্গন করেছে।।
আমি বিস্মিত হতে চাই
সেই বর্বরদের নিষ্ঠুরতার কথা স্মরণ করে,
যারা অমানুষিক নির্যাতন চালিয়েছে
বাংলার ভাই-বোন, শিশু-জননী নির্বিশেষে।
স্বাধীনতার সংগ্রামে মৃত্যুকে যারা আমণ্ত্রন জানিয়েছে হাস্যমুখে,
তারা আমারই বোন, আমারই ভাই।
তাদের কথা স্মরণ করে
আমি বিস্মিত হতে চাই।।
আমি বিস্মিত হতে চাই
নব্বই-এ বাংলার দামাল ছেলেদের
সম্মিলিত বিজয়দ্ধণীর কথা স্মরণ করে,
স্বৈরাচারের প্রতিবাদে যারা হুঙ্কার ছেড়েছে,
জয় তাদেরই হয়েছে, মহান বিজয়।
সেই মহান বিজয়ের কথা স্মরণ করে
সত্যিই, আমি বিস্মিত হতে চাই।।

Written by Ashik Uzzaman at 1990 at the age of 15.



Sunday, November 04, 2018

Watched Debi (2018) Film In Bay Area

From My Facebook Post yesterday after watching  Debi (2018) Film at Serra Theatres, Milpitas, California.
--
Just came out of watching Debi! I am speechless!! So nice work. Sound, lighting, cinematography. And yes, while everyone did very good acting, Jaya surpassed all! The movie crosses my already very high expectations! And what a lovely crowd of San Francisco Bay Area was there. Now let’s start demanding “Nishithini” from Anom Bishwash!
Also a nice gesture from Bioskope Film’s Naushaba Rubna Rashid apa andRaj Hameed Bhai. I got a bioskope film t-shirt and many thanks from them for the highest number of tickets purchased. I am honored and would support such nice initiatives in future.



Tuesday, October 30, 2018

How To Fix (Not Achieve) Goals?

My problem is not that I can't achieve my target. My problem is to decide which target to hit! How do you prioritize and reduce your goals to a focused few? Let's say you have 20 equally excellent food. You can't eat all of those - no way. And it's very difficult to find which 3 are most tasty amongst all these without tasting each of those 20. Do you taste all 20 a little bit then? In that case you won't actually eat any of the food properly. Or do you deliberately decide here are 3 out of those 20 that I am going to eat? Which 3 then? Randomly? How do you decide? I have read plenty of books, countless pages to find the answer - its not written anywhere. Everyone says once you fix your goal, how to achieve it. Well that's easy. No one says how to fix your goal in the first place (actually some people do say but that doesn't answer my thirst). Having options is a bless most of times, but for me sometimes, having options is the real pain! Any help?

Sunday, October 28, 2018

মজার খেলা দাবা


সাদা কালো দু' দল নিয়ে 
যুদ্ধ করাই দাবা খেলা,
চৌষট্টি ঘরের উপর 
বত্রিশটি ঘুঁটির মেলা।
রাজা-মন্ত্রী-সেপাই নিয়ে
দুই দাবাড়ু যুদ্ধে নামে,
বিপক্ষকে মারার আশায়
ঘুঁটি চালায় ডানে বামে।

সৈন্য শুধু যায় এগিয়ে
দুই কোণে দুই ঘর দখলে,
হাতি মশাই শান্ত বিশেষ
কোণাকুণি শুধুই চলে।
লাফিয়ে লাফিয়ে এগিয়ে গিয়ে
ঘোড়ার চাল আড়াই,
সোজা বাঁকা দুই-ই চলে
এই মন্ত্রীর বড়াই।

চারিদিকে এক ঘর যায়
দাবা বোর্ডের রাজা,
তার নির্দেশ মাথায় নিয়ে
নৌকো চলে সোজা।

হরেক রকম ঘুঁটির মাঝে
দুই রাজাই দূর্গ গড়ে,
একের পর এক আক্রমণে
কেউবা জেতে কেউবা মরে।
ষোলো ঘুটি সামাল দিয়ে
যে খেলবে ঠান্ডা মাথায়,
বুদ্ধিটাকে পুঁজি করে
জিতে যাবে দাবা খেলায়।

Written by Ashik Uzzaman at 1990 at the age of 15.



Tuesday, October 16, 2018

Sites and Apps I Use Most Frequently

Considering day to usage, here are the sites and apps that are top in my list. I need to plan to reduce usage of these now that I have identified.
  • Chess.com / chessclub.org / uschess.org / chess24.com
  • GMail / Google Calendar / Google Spreadsheet / Google Maps / Google Photos
  • Google Authenticator (Office Only) / Authy
  • Outlook Email (Office Only) / Outlook Calendar (Office Only)
  • Slack (Office Only)
  • Bank of America / Wells Fargo
  • Paypal / Xoom / Venmo / Square / Acorns
  • E-Trade / Fidelity / Vanguard
  • Facebook / Twitter / Wikipedia / Quora / LinkedIn / Reddit / Pinterest / Instagram / SnapChat / Earn.com / Evite
  • Youtube / Netflix / Amazon Prime Video
  • Box.com / Google Drive / Dropbox / OneDrive
  • Coinbase / Binance / KuCoin / HitBTC / Poloniex / Cryptopia / MyEtherWallet
  • Crypto Pro (iPhone and iPad) / Coinmarketcap.com / Stocks (iPhone and iPad)
  • Yelp / Waze / Apple Maps
  • Starbucks / Raise
  • Uber
  • CricInfo
  • Athan
  • Priceline / Expedia / Hotwire / Orbitz / Hotels.com 
  • Amazon / GoodReads / Wish
  • ashikuzzaman.blogspot.com / dragonbishop.blogspot.com / dragon-bishop.com / ashikuzzaman.wordpress.com / reviewsonly.blogspot.com
  • AMC Theatres / Cinemark / Fandango / IMDb
  • Facebook Messanger / WhatsApp / Viber / Apple Messenger / FaceTime / Telegram
  • Trello / MesiterTask / Apple Notes / Evernote / Eventbrite / Ticketmaster
  • Calculator / Apple Clock / Apple Reminder / AppStore
  • iPhone Camera / Photos
  • Audible / Kindle / Podcasts / Pandora / Spotify / Shazam / iHeartRadio
  • ADT
  • Udemy / Coursera / Udacity

Wednesday, October 03, 2018

কোথাও তো কেউ নাই

বাকের ভাই,
তুমি ছাড়া এই দুনিয়ায়, আর কি মানুষ নাই?
তবে কেন দিতে হলো তোমার জীবনটাই?

বদির নাহয় বৌ আছে, তোমার কি কেউ নাই?
গভীর রাতে একলা মুনা আজও বসে নাই?
কাঁদিয়ে গেলে তাই?

তোমায় ছাড়া টং দোকানে কোন গানটা গাই?
কাঁচা আম ছিলে খাওয়ার মজা কোথায় পাই?
চেয়ে দেখো লাল দোপাট্টা আর তো উড়ে নাই।

ভাবি বসে ধুত্তোরি ছাই,
কোথাও তো কেউ নাই।


Monday, October 01, 2018

ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট স্কুল বোর্ড এর ২০১৮ সালের নির্বাচনের জন্য ফাহিয়ার খানকে সমর্থন করুন

ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট স্কুল বোর্ড এর ২০১৮ সালের নির্বাচনের জন্য ফাহিয়ার খানকে সমর্থন করুন

  •  
  •  
  • 17
  •  
  •  
  •  0

ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট স্কুল বোর্ড এর ২০১৮ সালের নির্বাচনের জন্য ফাহিয়ার খানকে সমর্থন করুন
ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট স্কুল বোর্ড এর ২০১৮ সালের নির্বাচনের জন্য ফাহিয়ার খানকে সমর্থন করুন

রাজ্য পরিষদের সদস্য ক্যানসেন চু এর 2018 কমিউনিটি হিরো অ্যাওয়ার্ড অর্জনকারী ফাহরিয়া খান ফ্রেমন্ট স্কুল বোর্ডের সদস্যপদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৫ সন্তানের জননী ফাহরিয়া খান কে আমরা অনেক বছর যাবৎ ফ্রেমন্ট স্কুলে অক্লান্তভাবে পরিশ্রম করতে দেখেছি। আমি অনেক কাছে থেকে তার পেশাদারিত্ব, দক্ষতা এবং বিভিন্ন সংগঠন যেমন ফ্রেমন্ট এডুকেশন ফাউন্ডেশন, গার্লস স্কাউটস, কাব স্কাউটস, পিটিও / পিটিএ সভাপতি, দীপালি / সাংস্কৃতিক উদযাপন প্রভৃতির সাথে তার স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা দেখেছি। তিনি ফ্রেমন্ট স্কুল বোর্ডের জন্য সবচেয়ে যোগ্যতাসম্পন্ন একজন ব্যক্তি। একজন স্বেচ্ছাসেবক হিসাবে, তিনি বিভিন্ন প্রকল্প, স্কুলের সাথে জড়িত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের সাথে অসাধারণ কাজ করেছেন। তিনি তার কাজের মাধ্যমে ন্যায্যতা, চিন্তাভাবনা এবং সততার একটি অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন।
অনুগ্রহ করে এগিয়ে আসুন এবং তাকে সমর্থন করুন যাতে তিনি ফ্রেমন্ট ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট এ আপনার সন্তানের ভবিষ্যত গঠনের জন্য কাজ করতে পারে।
ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড অফ এডুকেশন পাঁচজন সদস্য নিয়ে গঠিত যারা ৪ বছর মেয়াদে নির্বাচিত হয়। এই বছর 2টি সদস্যপদ পুনরায় নির্বাচনের জন্য খোলা আছে। এই স্কুল ডিস্ট্রিক্ট এ প্রায় এক লক্ষ ভোটার রয়েছে। ভোট দেয়ার জন্য আপনাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে ।
৬ই নভেম্বর-নির্বাচনের দিন (মত গ্রহণ করা হবে ৭-৮ পর্যন্ত)
২২ই অক্টোবর-ভোট দিতে নিবন্ধন করার শেষ দিন (অনলাইনে এটি করুন)
30 শে অক্টোবর - মেইল ব্যালট দ্বারা ভোট দেওয়ার অনুরোধ জানানোর শেষ দিন
প্রার্থী:
ল্যারি সুইনি (বর্তমান দায়িত্বপ্রাপ্ত)
ফাহরিয়া খান
নর্মান হাওয়েল
ডিয়ানে জোন্স
হুয়া লি
সিলভিয়া ওয়াং
হিউ নগ

Source: https://tinyurl.com/ycqsh9lq

Saturday, September 29, 2018

Amir Khan's and Amitabh's Thugs Of Hindostan Should Break All Indian Film Records



I think Amir Khan and Amitabh Bachchan's long awaiting Thugs of Hondostan is going to break all time Indian box office records. Currently the record is held by Amir Khan's Dangal which has made 300 to 310 million us dollars (2000 to 2100 crosses indian rupees). This I won't be surprised if crosses 400 or 500 million us dollars. There are many reasons why I think so. The most important reason, of course, is that you are getting 2 greatest Indian actors together competing in act in 2 different very string characters - Amir Khan and Amitabh. They have never worked together in the past, and both of their fans would love to find out who acted better (a very subjective call though). Second the plot is very near and dear to Indians, and all the Indian sub-continent people - the British invasion of India and how some natives fought for freedom. This plot alone would draw many into the theater. Third, the animation or CGI looked very top class to me from the trailer. Fourth, in such a heavy weight topic, enough comedy and commercial strings like Katrina Kaif, have been mixed well. Let's see does it do, once it comes out in the theater at November 8th.

Friday, September 28, 2018

Support Fahria Khan for 2018 Fremont School Board In California


Fahria Khan, recipient of State Assembly member Kansen Chu's 2018 Community Hero Award, is running for the  2018 Fremont School Board membership. A mother of 5 children, we all have seen Fahria working tirelessly in our Fremont Schools for so many years. I have closely experienced her professionalism, quality, and persistence in organizations such as Fremont Education Foundation, Girls Scouts, Cub Scouts, PTO/PTA President, Diwali/Cultural Celebration in Schools, etc. She is the most qualified person for the Fremont School Board position. As a volunteer, she has been involved in different project, schools and has done great works with different communities. She has set an example in fairness, thoughtfulness and honesty in her works.

Please come forward and support her so that she can work to build the future of your children in Fremont Unified School District.

Web Site: https://www.khan4schools.com/
Email: khan4fremontschools@gmail.com

The Fremont Unified School District Board of Education in California consists of five members elected at large to four-year terms. This year 2 of the positions are open for re-election. There are approximately one hundred thousand voters in this school district. You have to be a US citizen to vote.

Nov 6th - Election Day (Polls open 7- 8)
Oct 22nd - Last day to register to vote (Do It Online)
Oct 30th - Last day to request a Vote by mail ballot
Candidates: 
  • Larry Sweeney (incumbent)
  • Fahria Khan
  • Norman Howell
  • Dianne Jones
  • Hua Li
  • Hiu Ng
  • Sylvia Wong


    Sunday, September 16, 2018

    Thought#5 - Dead Cat Bounce

    A dead cat bounce refers to the phenomenon of financial markets when we see a temporary recovery in a stock (or a crypto currency) price or see a temporary market rally after a significant downward trend.


    For example, let's assume the market has been falling over the last ten weeks but there is a broad market rally in week 11. The rally is considered a dead cat bounce if it's short-lived and the market continues to fall again in week 12.

    So does only the dead cat bounce, not dead dog or alive cat?!

    Wednesday, August 29, 2018

    Please Vote for Me In CalChess Board of Directors General Election

    It's time for this year's CalChess State Open Championship. It's being organized by Berkeley Chess School during September 1-3 at Crowne Plaza Silicon Valley N- Union City, 32083 Alvarado-Niles Rd, Union City, CA 94587, USA. To register for the tournament or know more details please check http://www.berkeleychessschool.org/event/bcs-summer-quad/ .

    This year I will be running for the general election of CalChess Board of Directors which will be held in the 2nd day of the tournament in the same place. The board is comprised of 8 members each serving for 2 years. Every year 4 of the 8 positions are open for re-election. So this year's 4 positions will be contested by the following candidates.
    • Kiki Chen
    • George Jeffers
    • Tom Langland (incumbent)
    • Joe Lonsdale (incumbent)
    • Stephen Shaughnessy (incumbent)
    • Dr. Judit Sztaray (incumbent)
    • Ashik Uzzaman (me)
    • Hui Wang
    If you are a CalChess member for at least last 1 month and are 14 years or older, you are eligible to vote in person. If you find your name in the following list, please come to vote -  http://calchess.org/membership_list/membership_list.txt . You can vote 1 to 4 candidates. But if you vote 5 or more candidates, your ballot will be declared invalid. I hope you will give me a chance to serve you as a board member by voting me as 1 of your 4 choices.

    Let me tell you why. I have been playing chess since my childhood and am a USCF Candidate Master. I am also a chess parent and my son Ahyan Zaman is the current  G/30 National Champion in Under 1600 rating class. I have been involved in various local chess tournaments not only as a player but also as a TD and promoter occasionally. Chess runs in my family and I understand the dreams and pains of chess players as well as chess parents. I am also advisor of ACPB (Association of Chess Players of Bangladesh). Outside of chess, I have served as President of BABA (Bay Area Association of Bangladesh) and am advisor of several startups. 

    I see a big potential for Chess In General in USA and Northern California in particular. With the upcoming Caruana - Carlsen World Championship fight this November, and outstanding performances of GM Sam Shankland from our area, we are in a fortunate time for chess. If elected, I will work on promoting CalChess as a brand and approach the corporate sponsors of different software companies in Sillicon Valley. Being a software engineer, I worked with Mechanics Chess Institute to arrange two inter-software-company team tournaments in San Francisco couple of years back. I will do my best to showcase CalChess as a viable option for the companies who usually have large marketing budget. For this to happen, we need to also step up on the social presence of CalChess which I will work on with CalChess board. In short, I offer - 
    • Attracting Corporate Sposnsorship Into Chess
    • Improve CalChess Social Web Presence
    • Write chess articles on behalf of CalChess
    • Chess Event Coverage
    • Promoting both Scholastic and Adult Chess



    2018 CalChess Annual Meeting and General Elections

    Date: Sept. 2, 2018 (Sunday)
    Location: Crowne Plaza Silicon Valley
         32083 Alvarado-Niles Rd
         Union City, CA 94587
    Agenda: 9:00am - approx. 3:45pm
         Balloting will be open to eligible CalChess members. See Lynn Reed or Ruth Haring onsite to vote. You must pick up and cast a ballot IN PERSON, No exceptions!
         3:30 - 3:45pm - Candidate Statements (Bay Room)
         3:45 -4:00pm - Counting of ballots (Bay Room)
         4:00pm - 5:00pm - Standard business. (Bay Room)







    Sunday, July 08, 2018

    Thought#4 - Butterfly Effect

    The butterfly effect is the idea that small things can have non-linear impacts on a complex system. The concept is imagined with a butterfly flapping its wings in China and causing a typhoon in Texas. Of course, a single act like the butterfly flapping its wings cannot cause a typhoon. Small events can, however, serve as catalysts that act on starting conditions. 
    So we start going looking for butterflies before they can flap wings? :D

    Thursday, July 05, 2018

    Thought#3 - Prisonner's Dillema

    The Prisoner's Dilemma is a paradox in decision analysis in which two individuals acting in their own self-interest pursue a course of action that does not result in the ideal outcome. It is one of the most widely debated situations in Game Theory. The story has implications for a variety of human interactive situations. A prisoner’s dilemma is an interactive situation in which it is better for all to cooperate rather than for no one to do so, yet it is best for each not to cooperate, regardless of what the others do.

    I wonder the whole dillema and the game will be thrown out of the window if one of the 2 players is large hearted or sacrificial. They don't find such people existing on earth in Economics or Psychology? :o

    Monday, July 02, 2018

    Thought# 2 - Malthusian Trap or Population Trap

    The Malthusian Trap or population trap argues that as population increases, the world wouldn’t be able to sustain crop production to feed the ever-growing population. It also states the sustainability problem that income gains per person through advancing technologies are lost through increased growth in population.

    So should we try out reducing food intake by 25% on an average? Apart from an attempt to come out of malthusian trap, think of how much health benefit we are going to have as a civilization!? :D



    Friday, June 29, 2018

    Thought# 1 - Adam Smith's Invisible Hand

    The notion behind Adam Smith's Invisible Hand is that individuals' efforts to pursue their own interest may frequently benefit society more than if their actions were directly intending to benefit society. In general, the term invisible hand can apply to any individual action that has unplanned, unintended consequences, particularly those that arise from actions not orchestrated by a central command, and that have an observable, patterned effect on the community.

    So with that in mind, should we try to be selfish? :D

    Wednesday, April 11, 2018

    কারুয়ানার ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট বিজয়




    (রেডিও বাংলা NY সাপ্তাহিক খবরের কাগজে আমার লেখাটি প্রকাশিত হল আজ ১২ ই এপ্রিল ২০১৮)

    আমেরিকার দাবাঙ্গনে বিরাট সুখবর! প্রায় ছিচল্লিশ বছর পর একজন মার্কিন বংশোদ্ভূত দাবাড়ু বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।আমেরিকা ও ইতালির দ্বৈত নাগরিক গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা গত ২৭শে মার্চে ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের শেষ রাউন্ডে রাশিয়ার আলেক্সান্ডার গ্রিশ্চুক কে পরাজিত করে ১৪ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনুস কার্লসেনের বিপক্ষে চ্যালেন্জার নির্ধারণী এই টুর্নামেন্ট টি গত ১০ই মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ৮জন খেলোয়াড়ের অংশগ্রহণে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়। 

    ১৯৭২ সালে কিংবদন্তির ববি ফিশারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর অনেক কাল ধরে আর কোনো আমেরিকান দাবাড়ু এই সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারছেন না. কারুণার সামনে এখন সেই সুযোগ। তবে রুশ বংশোদ্ভূত আমেরিকান গ্র্যান্ডমাস্টার গাটা কামস্কি ফিদে বিশ্ব খেতাবি লড়াই ১৯৯৬ এ চ্যালেন্জার হতে পেরেছিলেন। কিন্তু তিনি লড়াই এ আনাতোলি কার্পভের কাছে হেরে যান। তাছাড়া সেটি ছিলো বিভক্ত দাবা জগতের সময়। তখন অধিকাংশ দাবানুরাগী পিসিএ আয়োজিত ক্যাস্পারভ বনাম আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ টিকেই সত্যিকারের খেতাবি লড়াই মনে করতো। সেই দ্বিধান্বিত সময় দাবা জগৎ অনেক আগেই পেরিয়ে এসেছে। এখন অবিভক্ত দাবাঙ্গনে ববি ফিশারের পর কারুয়ানার সামনে সুযোগ এসেছে আরেকজন আমেরিকান হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করার। 




    গত ১০ বছর ধরেই আমেরিকার দাবাঙ্গন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ খেলোয়াড়ের মাঝে ৩ জন ই আমেরিকান। কারুয়ানা ২য় , হিকারু নাকামুরা ৬স্ঠ এবং ওয়েসলি সো ৭ম। কারুয়ানার মার্কিন দল ২০১৬ এর চেস অলিম্পিয়াড জয় করে। ২০১৬ এর US ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও জয় করেন কারুয়ানা। ক্যান্ডিডেটস টুর্নামেন্টের পরপর ই জার্মানির বাদেন বাদেন শহরে অনুষ্ঠিত গ্রেনকে ক্লাসিক টূর্ণামেন্টেরও শিরোপা জিতলেন কারুয়ানা, যেখানে ১ম রাউন্ডে তিনি ড্র করেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনুস কার্লসেনের সাথে । পরপর এই দুইটি টুর্নামেন্ট জিতে কারুয়ানা তার এত কার্লসেনের মাঝে রেটিং ব্যবধান অনেক কমিয়ে এনেছেন। লাইভ রেটিংয়ে কার্লসেনের ২৮৩৮ এর বিপক্ষে কারুয়ানার রেটিং এখন ২৮১৭। 

    মাত্র ৫ বছর বয়সে দাবা খেলা শিখে কারুয়ানা নিউ ইয়র্কে তুখোড় দাবাড়ু হিসেবে বেড়ে উঠেন। কিন্তু ২ বছর বয়সে বাবা মায়ের সাথে ইতালি চলে যান। সেখানেই ১৪ বছর ১১ মাস বয়সে তৎকালীন সর্বকনিষ্ঠ ইতালীয় এবং আমেরিকান হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব লাভ করেন। তার খেলার স্টাইল অত্যন্ত আক্রমণাত্মক। ২০১৪ সালের সিন্কেফিল্ড কাপ চ্যাম্পিয়ন হবার পথে টানা প্রথম ৭টি খেলায় জিতে সবাইকে তাক লাগিয়ে দেন। ওই টুর্নামেন্টে তার রেটিং পারফরমেন্স ছিল অবিশ্বাস্ব ৩১০৩, যা অনেকের মোতে সর্বকালের সেরা টুর্নামেন্ট পারফরমেন্স।  ২ বছর আগে ২০১৬ এর ক্যান্ডিডেটস টুর্নামেন্টের শেষ রাউন্ডে রাশিয়ার সার্গেই কারিয়াকিনের কাছে হেরে গিয়ে অল্পের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে বঞ্চিত হন। কিন্তু এইবার আর সেই ভুল করেননি। পরিষ্কার ১ পয়েন্ট এগিয়ে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন মাগনুস কার্লসেনের বিরুদ্ধে চ্যালেঞ্জের হিসেবে মনোনিত হলেন। 

    ২০১৮ এর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবার কথা নভেম্বরে লন্ডনে। কিন্তু কারুয়ানার এই বিজয়ের পর এখন শোনা যাচ্ছে মার্কিন ধনকুবের রেক্স সিন্কেফিল্ড অনেক বেশি অর্থ পুরস্কার দিয়ে টুর্নামেন্টটি আমেরিকার সেন্ট লুইস, মিসৌরিতে স্থানান্তরিত করার চেষ্টা করছেন। বর্তমানে কারুয়ানা সেন্ট লুইসে বসবাস করছেন যেখানে নিয়মিত সিন্কেফিল্ড কাপ, US ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় টুর্নামেনটের আয়োজন হয়। 

    কারুয়ানার এই সাফল্যের হাত ধরে আমেরিকার দাবাঙ্গন আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। লন্ডনে হোক আর সেন্ট লুইসে, কারুয়ানা আর কার্লসেনের ১২ গেমের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল ফাইটের জন্য আরো ৭ মাস পৃথিবী ব্যাপী দাবাড়ুরা অধীর আগ্রহে অপেক্ষা করবে। আর যদি লড়াইটা আমেরিকার মাটিতেই হয়, তবে আমরা যারা এখানে আছি তারা কি সামনাসামনি খেলাটা দেখার সুযোগ হাতছাড়া করবো?

    ক্যান্ডিডেটস টুর্নামেন্টের ফাইনাল স্ট্যান্ডিং:


    Monday, March 19, 2018

    A Group of Robbers Forcibly Took My Laptop in BART near Hayward

    Yesterday I got robbed in broad daylight in BART on the way back from San Francisco to Fremont. I was returning with my son after playing a chess tournament at Mechanics Chess Institute at San Francisco. On the way back to Fremont, the robbery happened just before the train stopped at Hayward station. My son was in the window seat listening to iPad and I was charging my iPhone with a cable attached to my Macbook Pro laptop. Inside the BART compartment there were less than 20 people all together, 5 of them were robbers - all african americans. Those were young guys about 18 to 22 years old I guess. Just when the train started to slow down to stop at Hayward Bart station, which is 4 stops before my home station Fremont, the robbers advanced and stood just beside me. Their leader, I guess because he was the tallest and fattest, first hit in my 2 hands from up-to-down like hammers to loosen my grip on my laptop. There was no pain or surprise. I instantly understood its a robbery case and as the guy started pulling my laptop, I also jumped and put my grip on the laptop. I started shouting that they are hijacking my laptop, help, call police while struggling to keep my grip on the laptop. They also started shouting after me like a scream so that no one can understand what I am saying. The people around must have been shocked but no one came in front, in fear of getting beaten (I suppose). All of them were between 5 feet 9 inch to 6 feet and I assume was ready for fist fight. I slowly stood up from sitting and continued to struggle with the laptop to not loose from my hand. 2 of them then pushed my shoulder and the leader slowly got the laptop away from my hand. He had to do it slowly because otherwise if he would slip the laptop would have hit his own companions. I then grabbed the backside of the jacket of the leader when his fellows started punching me. I was working on reflex and not consciously choosing exactly what to do. My only thing was, they have not right to forcibly take my staff. Due to the small space in the room, they didn't have a clear force to hit me and only 2 hits in either side of my head I could feel - not hard enough to have pain. Also I took some more beating in my body but I didn't realize neither did I care at that time. Finally I left the jacket thinking they might have knives if not guns, and anyway the other passengers are not coming to stop those guys. My intention was to hold them off for long enough that the door closes back trapping them inside. But I am no match in either strength or number to them. And I am worried what my son is thinking seeing his father struggling with a bunch of mugs. After about 30 to 40 seconds (seemed ages to me) the train stopped and the doors opened. So it would be too risky to try anything else alone while they were preparing to run away. In the meantime, I was half towards the other side of the door while holding the laptop, so when 4 of them ran away with the laptop through that door, I ran behind them while screaming to ask people to stop them. But then I was worried that the train may close the door and my son is inside. So I ran back to him and saw another of them running towards my seat. I rushed to him and he ran away without stopping near my son. All these things happened in 30 to 40 seconds although it seemed ages to me. I assume the 5th guy simply didn't have enough space come out of the door and because I was in front of him, so he went back to the other door near my son where he was still sitting. The other possibility is that he saw the iPhone falling down in my sit and also say my son has the iPad. But seeing me rushing towards him, he couldn't have taken the risk to have a one on one fight with me. So he didn't stop and ran away with that door. I rushed behind him a few steps but stopped again because my son is in the train. I then stood in between the door so that it doesn't close and hence the train can't move.

    By that time I saw 2 young guys came in front to help me. One guy called 911 and another guy found my wallet 10 feet outside of the BART door in the station floor. I told them to call train driver and to keep the train standing there. I called 911 and they asked me about the description of the robbers. Sufficient to say, despite keeping the train in halt for half and hour, searching it myself and by police, we couldn't find them any more. When I went to station master's cube, he said he saw several of teenagers ran past out of the station. BART police talked to me and even sent 2 cops outside BART to see if they can suspect anyone. But by that time it was too late. They were gone.

    My son, despite scared, didn't move from the seat and saved my iPhone that fell down on my seat and also hid the iPad he was using that time. I guess one lesson I learnt from this is that make your electronic gadget publicly visible in transit. I have had another situation 6/7 years back when I was returning from Salesforce, San Francisco at 1 PM. My laptop bag (the laptop inside) was in my hand and I felt asleep for a few seconds. A group of teenagers were getting down at Bay Fair station and one of them grabbed the laptop bag without me knowing. After few seconds when I woke up, I saw I dont have my bag in hand and I quickly found them walking in front of me just outside of the door. I straight away walked to them and snatched back my laptop bag from the guy. They gave a red eye to me but didn't dare to attack.

    I have sent an email today asking the police officer whole filed the case with me asking for video footage of the incident. I hope they have been able to capture and identify some of those robbers. Similar incidents have been happening in this area for a while, the most notable one a year back when 40 to 60 teenagers robbed an entire BART train at Oakland. and a man stabbed at Hayward BART station just 3 months back.

    Update: I got email response from the police officer. A detective has been assigned to my case who has reviewed the video footage and is working on identifying the suspects.

    Amitabh's Reception at Eric's Home for Rickshaw Girl

    I recently attended a nice get together at Producer Eric’s house in San Francisco Bay Area for the upcoming movie Rickshaw Girl which will be directed by Amitabh. This will be his second movie direction after Aynabaji. I became a small investor for this film that is focused on women empowerment, paintings for rickshaw in Bangladesh. I read the book couple of weeks back when I decided to invest in it and was pleased to meet the author of the book Mitali Parkins. Amitabh and I studied Masters in Economics at Dhaka University together. As always he was so jolly and cracked lots of jokes before Eric called everyone in the party for some speeches.






    Sunday, February 11, 2018

    ঢাকা শহরের সুস্বাদু রকমারি বাহারি খাবারের রেস্তোরাঁ

    “ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য সুস্বাদু রকমারি বাহারি খাবারের রেস্তোরাঁ।  রাস্তার পাশের ঝাল মুড়ি থেকে শুরু করে পিজ্জা বার্গার প্রত্যেক খাবারই তার স্বাদ দিয়ে জয় করে নিয়েছে ফুডিজদের মন। আজকে জানিয়ে দিব ঢাকার বেশ কিছু জনপ্রিয় খাবার রেস্তোরাঁর খোঁজ খবর যেখানে অন্তত একবার হলেও খাওয়া উচিৎ।

    ১. বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
    ২. ঝিগাতলার সুনামী রেস্তোরা এর কাচ্চি বিরিয়ানী, গাউছিয়া হোটলের গ্রিল
    ৩. খিঁলগাও এর ভোলা ভাই বিরিয়ানী এর গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানী এর গরুর চাপ, খাসীর চাপ এবং ফুল কবুতর
    ৪. মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী
    ৫. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি+গ্লাসি
    ৬. লালমাটিয়ার স্বাদ এর তেহারী
    ৭. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা
    ৮. নয়াপল্টনে হোটেল ভিক্টোরীতে ৭০টি আইটেমের বুফে
    ৯. হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা
    ১০. শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরার গ্রীল চিকেন
    ১১. মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাশির চাপ
    ১২. মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের “মান্জারের পুরি”
    ১৩. চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানী
    ১৪. মিরপুর-১০-এর শওকতের কাবাব
    ১৫. নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানী
    ১৬. ইংলিশ রোডের মানিকের নাস্তা
    ১৭. গুলশানের কস্তুরির সরমা
    ১৮. সুলতান ডাইন মেন্যু সেট।
    ১৯. সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রীল-চিকেন
    ২০. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী
    ২১. জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন/মগজ ফ্রাই
    ২২. নয়া বাজারের করিমের বিরিয়ানী
    ২৩. হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী
    ২৪. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
    ২৫. তারা মসজিদের সামনের সরবত আর লাচ্ছি, চকবাজারের মুরি ভর্তা।
    ২৬. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী
    ২৭. খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারী
    ২৮. মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনের মামার খিচুড়ী
    ২৯. চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত
    ৩০. ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুড়ী
    ৩১. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
    ৩২. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
    ৩৩. পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ
    ৩৪. বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ
    ৩৫. ধানমন্ডির কড়াই গোশত এর ইলিশ সস
    ৩৬. গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানী এবং হাইদ্রাবাদী বিরিয়ানী
    ৩৭. উত্তরার একুশে রেস্তোরার গ্রীল চিকেন
    ৩৮. ধানমন্ডি/বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব
    ৩৯. মৌচাকের স্বাদ রেস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা
    ৪০. সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানী, রেশমী কাবাব
    ৪১. সুবহানবাগের তেহারী ঘর এর তেহারী-ভুনা খিচুরী
    ৪২. ভূত এর কাকড়া, সিজলিং, সূপ
    ৪৩. শর্মা এন পিজ্জার বীফ শর্মা
    ৪৪. মিরপুর ঝুট পট্টির রাব্বানির চা
    ৪৫. চকের নূরানি ড্রিংস এর লাচ্ছি
    ৪৬. চকের বিসমিল্লাহ হোটেলের মোঘলাই পরটা
    ৪৭. সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনের মামার আলুর দম।
    ৪৮. সোহরয়ার্দী কলেজের সামনে জসিমের চটপটি ও ফুচকা।
    ৪৯. বাংলাবাজারে (সদরঘাট) চৌরঙ্গী হোটেলের সকালের নাস্তা।
    ৫০. অমূল্য মিষ্টান্ন ভান্ডারের (শাঁখারীবাজার) হালুয়া, পরোটা, সন্দেশ।
    ৫১. গোপীবাগের খাজা হালিম ও টিটির কাচ্চি
    ৫২. বাসাবোর হোটেল রাসেলের “শিককাবাব”
    ৫৩. বায়তুল মোকাররমে অলিম্পিয়া কনফেকশনারীর “চকলেট পেস্টি”
    ৫৪. কর্নফুলি গার্ডেন সিটির চার তালার “ফুচকা”
    ৫৫. কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের বিফ খিচুড়ী
    ৫৬. পল্টনের (বিজয়নগর পানির ট্যাকিংর পেছনে) নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা
    ৫৭. ডিসেন্ট (মতিঝিল, হাতিরপুল, বনশ্রী, ধানমন্ডি, চক, নওয়াব—এদের প্রচুর শাখা) এর ডেজার্ট আইটেমগুলা ভালো।
    ৫৮. ব্রাক ভার্সিটির কাছে নন্দনের বিফ এবং মগজ ফ্রাই।
    ৫৯. গুলশান ২ এর মোড়ে ঝালমুড়ি ওয়ালার টমেটো মাখানো।
    ৬০. মহাখালি কন্টিনেন্টাল হোটেলের শর্মার সঙ্গে সস’টা দারুণ সেই সাথে চা টাও খুব একটা খারাপ না।
    ৬১. নিউমার্কেট এরিয়ায় পেয়ারা, আম মাখানোও যথেষ্ট ভাল।
    ৬২. নিমতলির বাদশাহ মিয়ার চা
    ৬৩. আগামাসিহ লেনের মাকসুদের খাসসির পায়ার নেহারী
    ৬৪. বিউটির লেবুর সরবত আর লাচ্ছি,ফালুদা
    ৬৫. মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মুস্তাকিমের চাপ, গোল্ডেন বিরিয়ানি।
    ৬৬. ফকরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, বোরহানি।
    ৬৭. বিহারি ক্যাম্পের গরুর মগজ ফ্রাই
    ৬৮. মিরপুর পানির ট্যাঙ্কের ঝাল ফুচকা।
    ৬৯. গুলশান ২ এ ব্যাটন রোজ ১০১ বুফেট মেন্যু সল্প মুল্যে।
    ৭০.খিলগাঁও তালতলা মার্কেটের অপজিট পাশে ফুট পাতের চিকেন ঝাল শিক
    ৭১.লালবাগ কেল্লার উলটা পাশে হোটেল রয়েল এর চিকেন চাটনি কারি।
    ৭২. ধানমন্ডি ১৫ নং এর Pasta state.”

    Source: Collected from Internet

    Why I’m Voting for Change: A Call for Anti-War Leadership in 2024

    As an American, I’m increasingly troubled by our country’s role in Middle Eastern foreign policy. Despite their domestic differences, both m...