Wednesday, October 03, 2018

কোথাও তো কেউ নাই

বাকের ভাই,
তুমি ছাড়া এই দুনিয়ায়, আর কি মানুষ নাই?
তবে কেন দিতে হলো তোমার জীবনটাই?

বদির নাহয় বৌ আছে, তোমার কি কেউ নাই?
গভীর রাতে একলা মুনা আজও বসে নাই?
কাঁদিয়ে গেলে তাই?

তোমায় ছাড়া টং দোকানে কোন গানটা গাই?
কাঁচা আম ছিলে খাওয়ার মজা কোথায় পাই?
চেয়ে দেখো লাল দোপাট্টা আর তো উড়ে নাই।

ভাবি বসে ধুত্তোরি ছাই,
কোথাও তো কেউ নাই।


No comments:

Awami League Supporter vs Critic Spectrum

I spent some time creating this detailed Categorization of Supporters and Critics of the Awami League based on my observations and experienc...